বামেদের ডাকা বন্ধের প্রকোপ শহরজুড়ে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বামেদের ডাকা বন্ধের প্রকোপ শহরজুড়ে

নিজস্ব প্রতিনিধি -সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। কলকাতা শহর জুড়ে বিভিন্ন জায়গায় চলছে বামদের ধর্মঘটের সমর্থনে মিছিল। চলছে পথ অবরোধও। ট্রেন অবরোধের জেরে ভুক্তভোগী নিত্যযাত্রীরা। শহরের শ্যামবাজারে ও চলছে পথ অবরোধ। এদিকে যাদবপুরেও চলছে দফায় দফায় অবরোধ ধর্মঘটীদের, সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হওয়ায় আটক হয় একজন।