New Update
/anm-bengali/media/post_banners/IgFzjugf3AnwrwM152pW.jpg)
আসানসোল: সকাল সকাল বামেদের প্রচার প্রার্থী পার্থ মুখার্জী , দূর্গা মন্দরী চামার পাড়া আরাডাঙা এবং মহিশীলা বটতলা বাজার এলাকায় প্রচার করে আসানসোল লোকসভা উপনির্বাচনের সিপিয়াইএম প্রার্থী পার্থ মুখার্জী , প্রচারে বেরিয়ে পার্থ মুখার্জী বলেন, “বনধে আমরা নেমেছি কিন্তু নির্বাচনী বিধি আমরা ভাঙতে চাই না , প্রচারে মানুষের সাড়া অতুলনীয় ,মানুষ পাশে আছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us