আয়কর দপ্তরের পরিচয় দিয়ে বন্ধুক ঠকিয়ে ৬ লক্ষ টাকা ও সোনার গহনা লুঠ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আয়কর দপ্তরের পরিচয় দিয়ে বন্ধুক ঠকিয়ে ৬ লক্ষ টাকা ও সোনার গহনা লুঠ



দ্বিগবিজয় মাহালীঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হামিরপুর এলাকায় এক লটারি ব্যবসায়ীর বাড়িতে দুই জন দুস্কৃতি মাথায় বন্ধুক ঠেকিয়ে সোনার গহনা, এ টি এম কার্ড, সহ বেশ কিছু নগত টাকা লুট করে চম্পট দেয়। রবিবার দুপুরে দুই দুস্কৃতি এক লটারি ব্যাবসায়ীর বাড়িতে গিয়ে বলে, “আমরা কোলকাতা থেকে এসেছি ইনকাম ট্যাক্স অফিসার। আপনার ইনকাম ট্যাক্স দেওয়া নেই।” এই বলে বন্ধুক ঠেকিয়ে লুট করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়। উপস্থিত হয় ডেবরা এস ডি পি ও গোবিন্দ সিকদার, ডেবরা সি আই।রবিবার সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর সমস্ত বিষয় খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। বেশ কয়েকদিন ধরে ডেবরা এলাকায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটায় আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন।