নিজস্ব সংবাদদাতাঃ পৌরসভা ভোটে জয়ের পর লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচন। তার আগে সংগঠনকে চাঙ্গা করতে প্রস্তুতি শুরু পঞ্চায়েত স্তরে। বুথ স্তরে বৈঠক শুরু করেছে তৃণমূল নেতারা। রবিবার শালবনীর পিড়াকাটাতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠকে ছিলেন, রাজ্য সরকারের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত, শালবনী ব্লক কিষাণ খেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ মাহাত সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে শালবনী ব্লকের বহু বুথ তৃণমূলের হাতছাড়া হয়। অনেক গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর দলবদল করে অনেক বিজেপি পঞ্চায়েত সদস্য। কয়েকটি পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। তার মধ্যেও ভীমপুর এখনও বিজেপির দখলে। গত পঞ্চায়েত নির্বাচনে হারের কারণ নিয়ে জেলা সভাপতি সুজয় হাজরা পর্যন্ত বৈঠক করেছেন পিড়াকাটায়। সনৎ মাহাত মানছেন, এদিন পিড়াকাটায় বৈঠক হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে। কীভাবে সংগঠনকে মজবুত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এই ধরণের বৈঠক নিয়মিত চলবে বলে জানান তিনি। পাশাপাশি বিজেপিকে কোণঠাসা করতে কেন্দ্র সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান শ্রীকান্ত মাহাত। রান্নার গ্যাস, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, সরকারি সম্পদ বেসরকারীকরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি, অর্থনৈতিক দেউলিয়াপনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হবে বলে জানান তিনি।