/anm-bengali/media/post_banners/2y9LkdRei8mrpxEmiM28.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর : দাউ দাউ করে জ্বলছে জঙ্গলের শুকনো পাতা। মূহুর্তে দেরি না করে এক ছুটে জঙ্গলে গিয়ে আগুন নেভালো একদল ছাত্র। স্কুলের প্রার্থনা লাইন থেকেই দৌড়ায় তারা। গাছের ডালপালা দিয়ে আগুন নিভিয়ে ফেলে। শনিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদরের গুড়গুড়িপালে। এদিন স্কুল শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা যখন প্রার্থনা লাইনে দাঁড়িয়ে ছিল, সেই সময় স্কুলের হোস্টেলের পেছনের শাল জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। তা দেখতে পান কয়েকজন শিক্ষক। প্রার্থনা লাইন থেকে সৌরভ মানা, আশীষ মান্ডি, সুজয় সিং সহ কয়েকজন ছাত্রদের আগুন নেভাতে নিয়ে যান শিক্ষক সুভাষ হাজরা। তারা গিয়ে সম্পূর্ণ আগুন নেভান। এর আগেও গুড়গুড়িপাল স্কুলের শিক্ষক ব্রজদুলাল গিরি ওই এলাকায় আগুন না লাগানোর বার্তা দিয়ে পোস্টারিং করেছেন ছাত্রদের নিয়ে। বন দফতরের পক্ষ থেকে চলে প্রচার। তারপরও এধরণের ঘটনায় ক্ষুব্ধ সকলে। শিক্ষক সুভাষ হাজরা বলেন, 'স্কুল আসার পথে দেখতে পাই জঙ্গলে আগুন জ্বলছে। ছাত্রদের নিয়ে গিয়ে আগুন নেভানো হয়েছে।' পরিবেশ রক্ষার্থে শিক্ষক ছাত্রদের এগিয়ে আসাকে কুর্নিশ জানিয়েছেন চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা। তিনি বলেন, 'আমরা সকলে মিলে চেষ্টা করলে সফলতা মিলবেই। জঙ্গলে যাতে আগুন না লাগানো হয় তার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ধারাবাহিক ভাবে প্রচার চালানো হচ্ছে। জঙ্গল এলাকায় মাইকিং, পোস্টারিং, লিফলেট বিলি করে জঙ্গলে আগুন না লাগানোর প্রচার করা হচ্ছে। এতে কিছু ভালো ফল হলেও অনেকের এখনো সচেতনতা গড়ে ওঠেনি। যার ফলে জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন লাগানোর ঘটনা ঘটছে।' তবে এদিন গুড়গুড়িপাল স্কুলের ছাত্ররা জঙ্গলের আগুন নিভিয়ে আবারো জঙ্গলে আগুন না লাগানোর বার্তা দিয়েছে। ছাত্রদের এরম ভূমিকার প্রশংসা করেছে অনেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us