কয়লা বোঝাই ৬টি ডাম্পার আটক করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কয়লা বোঝাই ৬টি ডাম্পার আটক করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের

সালানপুর:- সালানপুর এরিয়ার অন্তর্গত ইসিএলের কাগজ পত্র বিহীন ৬টি কয়লা বোঝায় ডাম্পার আটক করে রবিবার বিক্ষোভ প্রদর্শন করেন পাহাড়গোড়া গ্রামের গ্রামবাসীরা। তাদের অভিযোগ ইটপাড়া ওপেন কাস্ট মাইসন থেকে কোনো রকম কাগজপত্র ছাড়া এবং কোনো কাঁটা না করেই কয়লা গাড়ি বোঝাই করে পাচার করা হচ্ছে। তারা আরো বলেন কিছু কয়লা মাফিয়ারা একসঙ্গে মিলে কিছু শক্তিশালী ব্যাক্তির ছত্রছায়ায় দিবাকালে কয়লা চুরির কাজ করছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ এবং সি.আই.এস.এফ ও ইসিএল সুরক্ষা বাহিনী আসে ও ৬টি কয়লা বোঝায় ডাম্পারগুলি আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ।