New Update
/anm-bengali/media/post_banners/VOQv7cKOw17OkpCXghqx.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের বোমা বিস্ফোরণ রাজ্যে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। রবিবার বাগান পরিস্কার করতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয়েছেন বাড়ির কর্তা অসীম বিশ্বাস। পায়ে গুরুতর আঘাত লাগে তার।বাহির সর্বমঙ্গলাপাড়ার বর্ধমান থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও বম্ব ডিটেকশন স্কোয়াড ঘটনাস্থলে যায়। তল্লাশি চালায় পুলিশ কুকুর। ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাহির সর্বমঙ্গলাপাড়ার বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us