/anm-bengali/media/post_banners/yD5IwLzTqyPvDjNpOtZS.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ ঘাটাল চাইল্ড লাইন সূত্রে জানাযায়,হুগলীর কুলাট এলাকার এক নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন হয়েছিল ঘাটালের বনহরিসিংহপুরের মামা বাড়িতে শুক্রবার রাতে। মেয়ের বয়স ১৭,পাত্র হুগলী জেলারই বাসিন্দা।তখন রাত প্রায় ১০ টা।খবর পাওয়া মাত্রই ঘাটালের বনহরিসিংহপুরে পৌঁছে যান ঘাটাল থানার পুলিশ,ঘাটাল চাইল্ড লাইনের প্রতিনিধি সহ ঘাটাল ব্লক শিশু সুরক্ষা কমিটি ও গ্রাম পঞ্চায়েত স্তরে গঠিত কমিটির সদস্যরা।পরিবারের লোকজন যখনই আঁচ পান যে বিয়ে বন্ধ করতে পুলিশ ঢুকছে তখনও হুগলী থেকে আসা নাবালিকা মেয়ে সহ তার বাবা-মা ছাতনাতলা থেকে দৌড়ে পালান।পরে বনহরিসিংহপুরের ওই নাবালিকা মেয়ের মামাবাড়ি থেকে মেয়ের দাদু ও মেসোমশাইকে আটক করে পুলিশ।প্রসঙ্গত,সম্প্রতি নাবালিকা বিয়ে বন্ধ করতে অতি তৎপর হয়েছে জেলা শিশু সুরক্ষা ইউনিট।সেই লক্ষ্যে ইতিমধ্যেই ব্লকস্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তরে কমিটিও গঠন হয়ে গিয়েছে।গ্রাম পঞ্চায়েত গুলিতে চলছে সচেতনতা শিবির,চলছে মাইক প্রচার। ঘাটাল এলাকায় একটি মেয়ের বিয়েও যাতে ১৮ বছরের আগে না হয় সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন।এবিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন,সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মেলায় নাবালিকা বিয়ে অনেকটাই কমেছে,এখন প্রশাসন আরও সচেষ্ট।নাবালিকা বিয়ে সংক্রান্ত কোনও খবর থাকলে প্রশাসনের সাথে সেয়ার করুন সকলেই,আমার নিজের নম্বর দেওয়া রয়েছে।গতকাল রাতে একেবারে বিয়ের মঞ্চ থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us