পাঁচদিনে চতুর্থবার বাড়ল জ্বালানি মূল্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পাঁচদিনে চতুর্থবার বাড়ল জ্বালানি মূল্য

নিজস্ব সংবাদদাতাঃ ১৩৭ দিন পর চলতি সপ্তাহের প্রথম দিন মধ্যরাত থেকে নতুন করে মূল্যবৃদ্ধি হয় জ্বালানির। তারপর থেকে পাঁচদিনে এই নিয়ে চারবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। শুক্রবার রাতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৩ পয়সা এবং ডিজেল ৭৯ পয়সা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। শনিবার ভোর ছ’টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিবাসীদের এক লিটার পেট্রল কিনতে খরচ পড়ছে ৯৮.৬১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম টপকে গেল ১০৮ টাকার গণ্ডি। আজ শহরে এক লিটার পেট্রল মিলছে ১০৮.০১ টাকায়। ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ৯৩.০১ টাকা। মুম্বইয়ে আরও মহার্ঘ্য পেট্রল। ১১৩.৩৫ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.৫৫ টাকা।