উমেশের পাশাপাশি কলকাতার ভরসা শিবমও

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উমেশের পাশাপাশি কলকাতার ভরসা শিবমও


নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই শুরু হতে চলেছে জনপ্রিয় ১৫তম আইপিএল। প্রথম ম্যাচ ওয়াংখেড়ের বুকে শুরু করতে চলেছে কেকেআর ও সিএসকে। নতুন দল, নতুন অধিনায়ক। দলে এসেছে অনেক পরিবর্তনও। কেকেআর নিভৃতবাসের জন্য প্রথম ম্যাচে থাকতে পারছেন না টিম সাউদি। তাই উমেশই ভরসা কলকাতার। কিন্তু আক্রমণের দিকে কলকাতা ভরসা করছে শিবম মাভির উপরে।