ত্রিপুরার গণ্ডাছড়া-আমবাসা সড়ক অবরোধ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ত্রিপুরার গণ্ডাছড়া-আমবাসা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার গণ্ডাছড়া-আমবাসা সড়কের রাহেবা পাড়ায় প্রচুর সংখ্যক মানুষ রাস্তা অবরোধে শামিল হন। প্রশাসনের কাছে দাবি জানিয়েও কাজ না হওয়ার দরুন সড়ক অবরোধ করতে বাধ্য হয় বলে জানান সেই অঞ্চলের নাগরিকরা।সেই এলাকার গঙ্গানগর নামক বাজার সহ আশপাশ এলাকার রাস্তা মেরামত এবং পানীয় জলের সঙ্কট দূর করার জন্য দ্রুততর ব্যবস্থা গ্রহণ করতে আরজি করেন তারা।