New Update
/anm-bengali/media/post_banners/MUvZYhOhHk4gltTdzZC8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রামপুরহাটে ঘটা গণ হত্যার ঘটনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত। ঘটনা ইস্যুতে ফের রাজ্য সরকারকে দুষলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও আগে আসা উচিত ছিল। আমরা মনে করতে পারছি না, গত ১০-২০ বছরে এমন ভয়াবহ কিছু ঘটেছে কি না। এই হত্যাকাণ্ড মধ্যযুগের বর্বরতার অনুরূপ, মানুষকে তালাবদ্ধ করে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে অর্থ ও চাকরির ব্যবস্থা করে মৃতদেহ কিনতে চান। সরকার যদি মূল কারণগুলি খতিয়ে না দেখে তবে এই জাতীয় অনেক ঘটনা ঘটবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা সিবিআই ও এনআইএ-র নিরপেক্ষ তদন্ত চাই।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us