বগটুই-এ একই দিনে মমতা-অধীর-বিজেপির কেন্দ্রীয় দল, চাপে প্রশাসন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বগটুই-এ একই দিনে মমতা-অধীর-বিজেপির কেন্দ্রীয় দল, চাপে প্রশাসন


নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে উঠতে পারেন মমতা। রামপুরহাট সার্কিট হাউসের হেলিপ্যাড গ্রাউন্ডে নামবে ওই কপ্টার। মমতার সফরের দিনেই হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে দুপুর ১২টা নাগাদ বগটুই যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি, বৃহস্পতিবার বগটুই যাচ্ছে বিজেপি-র পাঁচ সদস্যের কেন্দ্রীয় দলও। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং বিরোধীরা একই সময় বগটুই পৌঁছলে পুলিশ কীভাবে ওই পরিস্থিতি সামাল দেবে, জোর জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে।