নিজস্ব সংবাদদাতাঃ বগটুই হত্যাকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। সোনা শেখের বাড়ি পোড়ানোর আগে এলোপাথাড়ি কোপানো হয়েছিল। কুপিয়ে খুনের পর দেহে আগুন লাগানো হয়েছিল। সিটের (SIT) তদন্তকারী দলকে মৌখিকভাবে এমনটাই জানাল ফরেন্সিক। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্টে উঠে এসেছে, ঘর রক্তে ভেসে গিয়েছিল। বিভিন্ন ঘরে মিলেছে পোড়া রক্তের নমুনা। একটি লোহার রড থেকে আঙুলের ছাপও নেওয়া হয়েছে বলে খবর।