নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ির খেতি-ফুলবাড়িতে মা-মেয়ের রহস্যমৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ছেলে, ভর্তি হাসপাতালে। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় আরতি মণ্ডলের দেহ উদ্ধার। মেঝেতে পড়ে ছিল শিশুকন্যা ও ছেলে। ছেলে ও মেয়েকে কীটনাশক খাইয়ে মা আত্মঘাতী বলে অনুমান। কী কারণে আত্মহত্যা, তা নিয়ে ধন্ধে পুলিশ।