বদ্ধ জৈব বলয়ে রিলিসই ভরসা খেলোয়াড়দের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বদ্ধ জৈব বলয়ে রিলিসই ভরসা খেলোয়াড়দের


নিজস্ব সংবাদদাতাঃ সামনের ২৬শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। এখন থেকে কড়া জৈব বলয়ের মধ্যে আছে সব ক্রিকেটাররা। এবারে জৈব বলয়ের থেকে ক্লান্তি কাটাতে ক্রিকেটাররা বেছে নিলো রিলস-কে। ইন্সটাগ্রাম রিলসে অভিনয় ও নাচের মাধ্যমে নিজেদেরকে মাতিয়ে রাখছেন খেলোয়াড়রা।