New Update
/anm-bengali/media/post_banners/2PWZ0l6WFmMjQWF3bOR1.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ চিংড়িঘাটায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে ফুট ওভারব্রিজ তৈরির কাজ। শনিবার রাত থেকে ৭ ঘণ্টার জন্য বন্ধ থাকবে কলকাতার অন্যতম ব্যস্ততম রাজপথ ই-এম বাইপাস। এয়ারপোর্ট থেকে উল্টোডাঙামুখী ভিআইপি রোডকে যে রাস্তা দক্ষিণ কলকাতার সঙ্গে যুক্ত করে, সেই পথ আগামিকাল, অর্থাৎ শনিবার রাত থেকে বন্ধ থাকবে। স্টিলের ফুট ওভারব্রিজ তৈরির জন্যই এই পথ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পূর্ত দফতর।সূত্রের খবর, শনিবার রাত ১০ টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা, অর্থাৎ রবিবার ভোর ৫ টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। চিংড়িঘাটা মোড়ের কাছে এই রাস্তা বন্ধ রাখা হবে। ফলে দক্ষিণ কলকাতার দিক থেকে যে ছোট গাড়িগুলি বিমানবন্দর ও সল্টলেকের দিকে আসবে, সেগুলিকে চিংড়িঘাটা মোড় থেকে সেক্টর ৫-এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে চাইলে সল্টলেক বা নিউটাউন হয়ে বিশ্ব বাংলা সরণি ধরে এয়ারপোর্ট যেতে পারবে সেই গাড়িগুলি।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8106​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us