New Update
/anm-bengali/media/post_banners/cv4SiHq9WbCayaXK0Bd9.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ যুদ্ধ নয় শান্তি চায় এই বার্তাকে সামনে রেখে শুক্রবার দুর্গাপুর নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের এম.এ.এম.সি টাউনশিপের বি টু এলাকা থেকে দোল উৎসব উপলক্ষে একটি প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এলাকার খুদেদের পাশাপাশি বিভিন্ন ক্লাব এই প্রভাতফেরিতে অংশ নেয়, তবে রঙের এই উৎসবে কচিকাঁচাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁই এই প্রভাতফেরিতে অংশ নিয়েছিলেন। গোটা এম.এ.এম.সি টাউনশিপ পরিক্রমা করে এই প্রভাতফেরি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us