দোলে বাজারমুখী গৃহস্থের হাতে ছেঁকা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দোলে বাজারমুখী গৃহস্থের হাতে ছেঁকা

নিজস্ব সংবাদদাতাঃ আড়াইশো পার মুরগির। আর পাঁঠার মাংস সাড়ে সাতশোর দোরগোড়ায়। দোলের বাজারে আগুন দাম মাংসের। তবুও দোকানের সামনে লম্বা লাইন। মাংসের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দামও। কাতলা, পাবদা, ভেটকি, সবেরই দাম ঊর্ধ্বমুখী। যা আশঙ্কায় ফেলেছে মধ্যবিত্তকে। বিক্রেতারা বলছেন, পাইকারি দামে হঠাৎ করেই পরিবর্তন ঘটেছে। যে কারণে তাঁরাও দামে পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। পোলট্রি সংগঠনের নেতারা বলছেন, দামবৃদ্ধির পিছনে রয়েছে মুরগির খাবারের অস্বাভাবিক দাম। একই সঙ্গে এই সময় বাজারে চাহিদা থাকে। কিন্তু জোগানে ঘাটতি রয়েছে।