New Update
/anm-bengali/media/post_banners/ig6YzdL73QGfYkUf6fcT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নবান্নে ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরীক্ষার সময় প্রচার সম্ভব নয়। সব পরিক্ষাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, একসঙ্গে জয়েন্টও পড়ে গেছে। বিজেপির কথায় ভোট করছে কমিশন। ৭ লক্ষ ৩৯ হাজারের বেশি এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। ৫ তারিখের পরীক্ষার পর ১৬ এপ্রিল পরীক্ষা হবে। ২ এপ্রিম প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিম দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে । ৫ এপ্রিম ভোকেশনার বিষয়ের পরীক্ষা হবে তারপর ১৬ এপ্রিল পরীক্ষা হবে। ২১ এপ্রিম উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us