হাওড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাওড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত আনিরুদ্দিন আনসারি কয়েকমাস আগে ভোপালে গ্রেফতার হওয়া চার জেএমবি জঙ্গিকে একসময় হাওড়ায় নিজের বাড়িতে আশ্রয় দেয়। ওই চারজন ২০১৫ সালে বাংলাদেশ থেকে এ রাজ্যে আসে। মাসদুয়েক আগে ওই জঙ্গিরা ফের আনিরুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্য এসটিএফের তরফে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ওই চার জঙ্গিকেও জেরা করতে চায় রাজ্য এসটিএফ। পুলিশের দাবি, এই রাজ্য ছাড়াও অসমে জেএমবি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল আনিরুদ্দিনের।তার কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র মিলেছে। সেগুলিও সন্দেহভাজন জেএমবি জঙ্গিদের বলে পুলিশের অনুমান।