New Update
/anm-bengali/media/post_banners/4AMzecDqpvoOOsihqFmh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এ এক ম্যাচের জন্য থাকতে চান না রাহুল তেওয়াটিয়া। এবারের আইপিএল গুজরাট টাইটান্স তাঁকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছে। তাই তিনি এবারে হার্দিকের পাশেও থাকতে চান। মাঠের মিডল অর্ডার থেকে তিনি হার্দিকের অধিনায়কত্বে সাহায্য করতে চান। রাহুল তেওয়াটিয়া এই প্রসঙ্গে বলেন, "আমার ভূমিকা একই রয়েছে। মিডল অর্ডারে হার্দিকের সঙ্গে জুটি বাঁধতে হবে। হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু ম্যাচে দলকে জিতিয়েছে। রাজস্থানের হয়ে আমিও ফিনিশারের ভূমিকাতেই খেলেছি। এখানেও সেই একই কাজ করব।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us