নিজস্ব সংবাদদাতাঃ হাতেগোনা কয়েকটা দিন বাকি আইপিএল শুরু হতে। তার আগেই মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলার ঘটনা। মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সদস্যরা কোনও একটি কারণে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সামনে ছিল দিল্লি ক্যাপিটালসের টিম বাস। ঋষভ পন্থের দলের কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ ছিলেন না সেই বাসে। বাসটি হোটেলের বাইরে পার্ক করা ছিল। সেই বাসেই হামলা চালায় নব নির্মাণ সেনার সদস্যরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।