/anm-bengali/media/post_banners/Bk92oQqiJxIUzegwdzZm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার মণিপুর ও গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সাক্ষাতের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার অবধি করেছেন প্রধানমন্ত্রী। বিরেন সিং এর সঙ্গে দেখা করে তিনি বলেন, 'সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা। আমাদের পার্টি মনিপুরের জনগণের আকাঙ্ক্ষা পূরণে আরও কঠোর পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ।' অন্যদিকে গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করে তিনি বলেন, 'আমাদের দল গোয়ার জনগণের কাছে কৃতজ্ঞ যে তারা রাজ্যের সেবা করার সুযোগ দিতে আবারও আমাদের আশীর্বাদ করেছে। আমরা আগামী দিনে গোয়ার অগ্রগতির জন্য কাজ করে যাবো।'
Met Shri @NBirenSingh Ji and congratulated him on @BJP4Manipur’s stupendous victory in the recently concluded Assembly Polls. Our Party is committed to working even harder to fulfil the aspirations of the people of Manipur. pic.twitter.com/tyV4dRQLnn
— Narendra Modi (@narendramodi) March 16, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us