New Update
/anm-bengali/media/post_banners/cVG3d2vvgfOtCxua4xbU.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চকপপন আতো বাহাবঙ্গা উপলক্ষ্যে চকপপন রুসিকা গাঁওতার পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী ব্যাক্তি গনের দ্বারা পতাকা উত্তোলন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হোলো মঙ্গলবার বিকেলে।এদিন এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদীপ কর, ডেবরা ৫/১ অঞ্চলের অঞ্চল প্রধান সোমা তেলি, এলাকার যুব সমাজের অন্যতম নেতা দীপু কিস্কু সহ অনান্যরা।এদিন এলাকায় দুস্থঃ মহিলাদের কাপড় বিতরন করা হয়। পড়ুয়াদের বই পেন প্রদান করা হয়। রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us