নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিসান রেড্ডি জানিয়েছেন, করোনার তিন ধাক্কায় দেশের পর্যটন ক্ষেত্রে প্রায় সওয়া দু’কোটি মানুষ কাজ খুইয়েছেন। অন্যদিকে জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) সমীক্ষা জানাল, গত বছরের এপ্রিল-জুনে শহরাঞ্চলে ১৫ বছর ও তার চেয়ে বেশি বয়সি মানুষের মধ্যে বেকারত্বের হার ছিল ১২.৬ শতাংশ। ২০২০ সালের তুলনায় সেই হার অনেকটা কমলেও তা উদ্বেগজনক মাত্রাতেই রয়েছে।