New Update
/anm-bengali/media/post_banners/OfnBH3uixgDotQhBuhbV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল না পিসিএল? এই চলছে জোরের জল্পনা। এবারে এক প্রকার আইপিএল-এর দিকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রামিজ রাজা। আইপিএল শ্রেষ্ঠ না পিসিএল শ্রেষ্ঠ এই প্রসঙ্গে রামিজ রাজা বলেন, “এটা অর্থের খেলা। যত তাড়াতাড়ি আমরা আর্থিক ভাবে সবল হব তত বেশি পাকিস্তানের সম্মান বাড়বে। তার জন্য পিএসএলের দিকেই নজর দিতে হবে। নিলামের পদ্ধতিতে ক্রিকেটার কেনা হলে দলগুলিকে বেশি খরচ করতে হবে। ক্রিকেটাররাও বেশি টাকা পাবে। তার পরে দেখব কারা আইপিএল খেলতে যায়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us