New Update
/anm-bengali/media/post_banners/RDOO3ahp96wBdafDCP7g.jpg)
নিজস্ব প্রতিনিধি -যখন থেকে চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন যে দ্য কপিল শর্মা শো-এর নির্মাতারা দ্য কাশ্মীর ফাইলসের প্রচার করতে অস্বীকার করেছেন, তখন থেকেই কৌতুক অভিনেতা সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছে।ইতিমধ্যেই সেই ব্যাপার স্পষ্ট করেছেন অনুপম খের। তিনি স্বীকার করেন ছবিটি প্রচারের জন্য তাকে দুই মাস আগে দ্য কপিল শর্মা শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনিই এটি প্রত্যাখ্যান করেছিলেন কারণ ছবিটি বেশ গুরুতর। অনুপম সেই কারণে কমেডি শোতে অংশ নিতে চাননি। অনুপম বলেন, "এই ছবি খুবই সিরিয়াস ,আমি অনুষ্ঠানের অংশ হতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে, কপিলের আমাদের প্রতি বা ছবির প্রতি কোনো বিদ্বেষ নেই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us