New Update
/anm-bengali/media/post_banners/0Gkdv1gcOSVcdTPQFQsp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চিন্নাস্বামীর বুকে তখন পর পর অশ্বিন আর বুমরাতে মিলে শ্রীলঙ্কার উইকেট নিচ্ছে। ভারতীয় দল জেনেই গিয়েছে এই ম্যাচ তাঁদের হতে চলেছে। তখন ফুর ফুরে মেজাজে সকলে আছে। তারই মাঝে চলতি ম্যাচে বুমরা কেমন করে বল করে সেই ভঙ্গিমা করে দেখালেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কীর্তিতে হেসে লুটোপুটি খাচ্ছে তাঁর সতীর্থ সহ পুরো দুনিয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us