New Update
/anm-bengali/media/post_banners/Nnv0WEndW5YMhDRwX7UW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চিন্নাস্বামীর বুকে অনেক বড় জয় ছিনিয়ে এনেছে ভারত। তারই সঙ্গে আজ অশ্বিন ৪৪২টি উইকেট নিয়েছে। তাঁর প্রসঙ্গে দলনেতা রোহিত শর্মা বলেন, “যখনই ওকে বল দিই, ও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে। এখনও অনেক বছর খেলা বাকি ওর। আমাদের সামনে অনেক কঠিন খেলা রয়েছে। আশা করি মানসিক ভাবেও ও খুব ভাল জায়গায় রয়েছে। ফলে আগামিদিনে ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতেই পারি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us