নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য রাজনীতিতে একেবারে নয়া চমক দিয়ে তৃণমূল প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের উপ নির্বাচনে প্রার্থী করা হয়েছে ‘বিহারীবাবু’কে। আর নেত্রীর এই ঘোষণার পর থেকেই বহিরাগত ইস্যুতে সরব হয়েছে গেরুয়া শিবির। এবারে তৃণমূল বিধায়কের বক্তব্যের ভিডিয়ো সামনে এনে শাসক দলকে আরও অস্বস্তিতে ফেলার চেষ্টা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৃণমূলের নেতা-মন্ত্রীরা ‘বিহারী’দের সম্পর্কে কী মত পোষণ করেন, তা এই ভিডিয়ো থেকে আরও স্পষ্ট হয়ে যাবে।