New Update
/anm-bengali/media/post_banners/fm1FzGNA8YPnE233Vh6U.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ভূখণ্ডে রোহিঙ্গা মুসলিমদের পাচার করা হচ্ছে। পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতরা সিন্ডিকেটের অংশ বলে মনে করা হচ্ছে। আসামের কাছার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। এ প্রসঙ্গে এসপি রমনদীপ কৌর জানান, ''ধৃতরা ভারতে রোহিঙ্গা মুসলিমদের পাচারের সঙ্গে জদড়িত বলে অভিযোগ রয়েছে। আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং দেশের অন্যান্য অংশের সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাজ করছিল।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us