বিরাট ছন্দপতন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিরাট ছন্দপতন


নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্গালুরুর বুকে বিরাট ১০১তম টেস্ট ম্যাচ খেললো। তবে বিরাট আর আগের মতো পুরানো ছন্দে নেই। ৮৪২দিন হয়ে গেল তাঁর ব্যাটে কোনো বড় রান নেই। তাই টেস্ট ব্যাটিং-এ তাঁর গড় নামলো ৫০-এর নীচে। মোহালির বুকে তিনি ২৩ রানে আউট হন আর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি আউট হন মাত্র ১৩ রানে। এখনও পর্যন্ত তাঁর করা ৮০৪৩ রান। গড় রান ৪৯.৯৫।