New Update
/anm-bengali/media/post_banners/PSAM2PQ5xz8W1eUjJ1iS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাঙ্গালুরুর বুকে বিরাট ১০১তম টেস্ট ম্যাচ খেললো। তবে বিরাট আর আগের মতো পুরানো ছন্দে নেই। ৮৪২দিন হয়ে গেল তাঁর ব্যাটে কোনো বড় রান নেই। তাই টেস্ট ব্যাটিং-এ তাঁর গড় নামলো ৫০-এর নীচে। মোহালির বুকে তিনি ২৩ রানে আউট হন আর চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি আউট হন মাত্র ১৩ রানে। এখনও পর্যন্ত তাঁর করা ৮০৪৩ রান। গড় রান ৪৯.৯৫।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us