নিজস্ব সংবাদদাতাঃ বালিগঞ্জে বাবুলের মতোই আরও এক বিজেপি-র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করা হয়েছে আসানসোলে। দুই প্রাক্তনী প্রসঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে বিজেপি। বাবুলের বালিগঞ্জে প্রার্থী হওয়া নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, ‘‘কার চুল এলোমেলো, কার কী এলো গেল!’’