New Update
/anm-bengali/media/post_banners/QkbEXmrc0HLwnOsF8cIT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাওলি দাম বাংলা সিনেমা জগতের এক পরিচিত নাম। একজন ''বোল্ড'' অভিনেত্রী হিসেবেই তিনি বেশি পরিচিত। অনেক প্রশংসার অধিকারী তিনি। অনেক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। এক সাক্ষাৎকারে তাকে পরিচালনা করবেন কিনা জিজ্ঞেস করলে তিনি জানালেন, “এই উত্তরটা এখনই আমি দিতে পারছি না। এটা ক্রমশ প্রকাশ্য থাক। আমি এখন অভিনয়ে মন দিয়েছি। বাকিটা এই মুহূর্তে জানি না। নিরাপত্তা খুঁজতে গিয়ে যদি সৃষ্টিশীলতার গলা টিপে মারি তা হলে আর রইল কী?” তিনি এখনই খোলসা করছেন না এই বিষয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us