মিথ্যা অভিযোগে হয়রানি! সইতে না পেরে 'লাইভ' আত্মহত্যা ব্যক্তির

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মিথ্যা অভিযোগে হয়রানি! সইতে না পেরে 'লাইভ' আত্মহত্যা ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা : মিরাট জেলা সাক্ষী থাকল এক মর্মান্তিক ঘটনার। বিষ খেয়ে আত্মঘাতী হলেন বছর ৩৫-এর এক ব্যক্তি। নাম মাগন শর্মা। বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। গোটা ঘটনার লাইভ স্ট্রিমিং করেন ফেসবুকে। মাগনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি।
নিহত ব্যক্তি মিরাটের বেহসুমা থানার অন্তর্গত আসা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার মাওয়ানা শহর পরিদর্শন করেন এবং একটি ফেসবুক লাইভ করেন এবং তার গ্রামের চার যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে হয়রানির অভিযোগ করেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ চাপানো হয়। মিথ্যা অভিযোগের হয়রানি সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ফেসবুক লাইভে জানান তিনি। সেই সঙ্গে চার যুবককে দোষারোপও করেন। একটি কোল্ড স্টোরেজের কাছ থেকে তার অচেতন দেহটি উদ্ধার হয়। এ প্রসঙ্গে এসপি (গ্রামীণ) কেশব কুমার বলেন, "বিষয়টি আমাদের নজরে আনা হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আমরা বিষয়টি তদন্ত করব।"