New Update
/anm-bengali/media/post_banners/Y91ZSkldexzUMXGgjrUl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাজের ঠেলায় আপনার জীবন থেকে উধাও হয়ে গিয়েছে যৌন সুখ? কী করবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল প্রতিবেদনটি। বিশেষজ্ঞরা বলছেন, সুখী দাম্পত্যের চাবিকাঠি হল একসঙ্গে ঘুমোতে যাওয়া। সারাদিন হাজারো কাজের পর ঘুমানোটা যেন একসঙ্গে হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, পার্টনারের গায়ের ঘামের গন্ধে আমাদের মন ভাল হয়ে যায়। এতে ঘুম খুব ভাল ও গাঢ় হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us