New Update
/anm-bengali/media/post_banners/CWt3Va8DrW2XecmypgtO.jpg)
নিজস্ব প্রতিনিধি - আজ ছিল ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এর দল তিপ্রামথার জনসভা। দীর্ঘ ৬ বছর পর ত্রিপুরার জনজাতিরা আগরতলায় জমায়েত করেছে।সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কিছু বার্তা দেন। তিনি ত্রিপুরা রাজ্যের শান্তি বজায় রাখার আবেদন করেন। ত্রিপুরায় দাঙ্গা না হতে দেওয়ার কথা বলেন। এদিকে তার আরজি সংবিধানের মধ্যে থেকেই তিপ্রা ল্যান্ড সমস্যা সমাধান করতে চান তিনি। এবং একথাও বার বার পরিস্কার করেন যে তিপ্রামথা কারুর বিরোধী নয়। শুধু নিজেদের অধিকারের জন্যই লড়াই করছে।সেই জমায়েতে জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us