New Update
/anm-bengali/media/post_banners/qMATcSfEcYI1a8P0gekW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২৬শে মার্চ শুরু হতে চলেছে আইপিএল। তবে এবারের আইপিএল-এ একটু পরিবর্তনকে সঙ্গী করেই মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। দিল্লির জার্সি এবারে বদল হলো। জার্সি লাল ও নীল দুই রঙের মিশ্রণে তৈরি হচ্ছে। জার্সির দুই অংশে থাকছে লাল ও নীলের সমান নিশানা। দুই রঙের মাঝের অংশে থাকছে একটি বাঘের মুখ। যা দলের আগ্রাসনকে চিহ্নিত করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us