নিজস্ব সংবাদদাতাঃ গোয়া নিয়ে অভিষেক-এর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় সাংবাদিক সম্মেলনে গোয়ার ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, গোয়াতে তিন মাসের একটি দল যথেষ্টই ভাল ফল করেছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোয়ায় তৃণমূল সবে গিয়েছে। তিন মাসের মধ্যে আমরা ৬ শতাংশ ভোট পেয়েছি। এটা মোর দ্যান এনাফ।”