নিজস্ব সংবাদদাতাঃ 'এক মওকা দেনা আপ্পা কেজরীবাল নু, এক মওকা দেনা ভগবন্ত মান নু’, পাঞ্জাবে এখন এই গানই বেজে চলেছে। সামনে নেচে চলেছেন আক কর্মী ও সমর্থকরা। নিজের কেন্দ্রে জয়ের পরেই নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরলেন পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানালেন, তিনি সাধারণ মানুষ হয়ে সাধারণের সেবা করবেন। পাশাপাশি মাকে জড়িয়ে ধরে আবেগে ভাসলেন ভগবন্ত মান।