আদ্যা মা-র ভরসায় অস্ত্রোপচার করাতে যাচ্ছেন মদন মিত্র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আদ্যা মা-র ভরসায় অস্ত্রোপচার করাতে যাচ্ছেন মদন মিত্র

নিজস্ব সংবাদদাতাঃ  আদ্যা মা-র ভরসায় অস্ত্রোপচার করাতে যাচ্ছেন মদন মিত্র । প্রায় বুজে আসা গলায় এদিন মদন মিত্র  বলেন, "অপারেশন করার পর আজ আইসিসিইউ-তে রাখবে। আগামীকাল বসবে মেডিক্যাল বোর্ড। তারপর সিদ্ধান্ত নেবে। জেনারেল অ্যানাস্থেসিয়া হবে।'' অস্ত্রোপচার করানোর আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কামারহাটির বিধায়ক। তাঁর হাতে ছিল আদ্যা মা। দেখা যায় মদন মিত্রর হাতে নানা ছবি আঁকা। জানালেন গতকাল রাতে নাতি এসে হাতে এঁকে দিয়েছে ছবি।