নিজস্ব সংবাদদাতাঃ গত বিধানসভা ভোটে বিজেপি-র চেয়ে বেশি আসন পেয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। এবারও বুথফেরত সমীক্ষায় গোয়ায় বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এ দিকে বৃহস্পতিবার ভোট গণনা শুরুর আগেই কংগ্রেস নেতৃত্ব চান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, বেলা তিনটের সময় গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরণের সঙ্গে দেখা করতে চেয়েছেন তাঁরা।