নিজস্ব সংবাদদাতাঃ আজই বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হবে। তার আগেই আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সাঙ্গুরের গুরসাগর মাস্তুনা সাহিব গুরুদ্বারে প্রণাম করতে গেলেন। গুরুদ্বারে প্রণাম করে বেড়িয়ে এসে তিনি জানান, “আমরা আশা করছি যে পঞ্জাবের মানুষেরা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন।”