নিজের কর্তব্য নিয়ে সচেতন ঝুলন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিজের কর্তব্য নিয়ে সচেতন ঝুলন



নিজস্ব সংবাদদাতাঃ আইসিসি মহিলা বিশ্বকাপের শুরুটা ভালো করেই করেছে ভারত। পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে শুরু হয়েছে ভারতের যাত্রা। কিন্তু ঝুলন গোস্বামীর কাছে থেকে যখন জানতে চাওয়া হয় যে এখনও পর্যন্ত তাঁর কটা উইকেট আছে সেই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেন, “সত্যি বলতে আমি সত্যিই জানি না তা। আমি এই বিষয়ে একদমই ওয়াকিবহল নই যে কটা উইকেট আমার আছে। দলের সবচেয়ে সিনিয়র সদস্য হিসাবে আমার দায়িত্ব মাঠে গিয়ে ভালো খেলা। এটাই আমার কর্তব্য। তুমি যদি সৎ ভাবে অনেকদিন খেলো তাহলে তুমি অনেক মাইলস্টোন গড়তে পারবে।”