মাধুরীর সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাধুরীর সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি - আবার দেখা যাবে বলিউডে বঙ্গকন্যা স্বস্তিকা মুখোপাধ্যায়কে। 

এবারে 'হার কাহানি হে জরুরি' নামক এক বিশেষ শো-তে মাধুরীর সঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।নিজেই সে কথা জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে ওয়েব সিরিজটিতে দেখা যাবে মাসাবা গুপ্তা, শ্বেতা ত্রিপাঠি এবং তাপসী পান্নুকে।নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে এই শো।