New Update
/anm-bengali/media/post_banners/YfruqF47W3AEyhD8RGXF.jpg)
নিজস্ব সংবাদদাতা : গোয়ার ভোটাররা পরিবর্তন চায়। আর কংগ্রেস চায় সরকার। ফল ঘোষণার আগের দিন এমনই মন্তব্য করলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক ডি কে শিবকুমার। তিনি আরও বলেন, ''আমাদের সকল প্রার্থী তাদের আনুগত্যের অঙ্গীকার করেছেন। এমনকি একজন প্রার্থীও শিবিরের বাইরে যাবেন না। তারা একসাথে থাকবে। আমরা সবাই কর্ণাকাটা থেকে গোয়া এসেছি শুধুমাত্র তাদের (গোয়া কংগ্রেস প্রার্থীদের) সাহায্য করার জন্য।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us