ফের তৃণমূলের বিরুদ্ধে সরব তথাগত রায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের তৃণমূলের বিরুদ্ধে সরব তথাগত রায়

নিজস্ব সংবাদদাতাঃ ফের তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি টুইটে লেখেন, 'কৃষ্ণা ভট্টাচার্য, বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি সহ প্রায় ৭০ জন মহিলাকে তৃণমূলের গুণ্ডারা নির্মমভাবে মারধর করেছিল। তাঁর হাত, পা ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি।' প্রসঙ্গত, পুরভোটের আগের রাতে বাইকে করে কৃষ্ণা ভট্টাচার্য যখন ফিরছিলেন তখন রাস্তার উপরেই তাকে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তোলে বিজেপি। অভিযোগের তির যায় তৃণমূলের ডিকে।