ভোট পরবর্তী অশান্তি নিয়ে তদন্তে বাড়ানো হল বিশেষ কমিটির মেয়াদ

author-image
Harmeet
New Update
ভোট পরবর্তী অশান্তি নিয়ে তদন্তে বাড়ানো হল বিশেষ কমিটির মেয়াদ

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে তদন্তে বাড়ানো হল বিশেষ কমিটির মেয়াদ। জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বাধীন এই বিশেষ কমিটি। পরবর্তী শুনানি ১৩ জুলাই। এদিন আদালত জানিয়েছে যে, 'এখনো পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের সব অভিযোগ এফআইআর হিসেবে নথিবদ্ধ করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দেশের দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। ময়নাতদন্ত করতে হবে আলিপুরের কমান্ড হাসপাতালে। ক্ষতিগ্রস্তদের রেশনের ব্যবস্থা করতে হবে। রাজ্যের কাছে যা রিপোর্ট আছে তাঁর সবকিছু এনএইচআরসির কমিটিকে দিতে হবে। রাজ্যের কাছে যা তথ্য আছে সব মুখ্য সচিব এর দায়িত্বে সংরক্ষন করতে হবে।' এছাড়া যাদবপুরের ঘটনায় কেন আদালত অবমাননা নয়? তা জানতে চেয়ে এসএসএসডিকে শো কজ নোটিশও ইস্যু করল কলকাতা হাইকোর্ট।