/anm-bengali/media/post_banners/wEIR96Qhwm7vAfysVz2g.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ কোভিড পরিস্থিতিতে গত দু'বছর ব্যহত পঠন পাঠন। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। করোনা পরিস্থিতিতে অনলাইন পঠন-পাঠনের চিত্র দেখা গিয়েছিল সর্বত্র। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই পঠন পাঠন চালু হয় এবছর। স্বাস্থ্যবিধি মেনে এবছর হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হওয়ায় খুশি পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বিঘ্নে কাটল পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার্থীরা যাতে রাস্তায় কোনো সমস্যায় না পড়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল পুলিশ। যানজট এড়াতে যানবাহন চলাচলেও লাগাম টানা হয়। মাঝ রাস্তায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যার সমাধানে কোতোয়ালী থানার পক্ষ থেকে স্পেশাল টিম তৈরি ছিল। রাখা হয়েছিল মোটর বাইক। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ওআরএস ও পেন দেয় পুলিশ। কোতোয়ালী থানার আধিকারিক জানিয়েছেন, মাঝ রাস্তায় পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় আটকে পড়লে পুলিশের বাইক তৈরি রাখা হয়েছে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি মেদিনীপুর শহরে তৃণমূলের টোটো ইউনিয়নের পক্ষ থেকে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য টোটোর ব্যবস্থাও ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us